বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে সাড়ে তিনটায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল হকের আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত আসামিরা হলেন-নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়নের যৌথখামার পাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. সেলিম (২৩) এবং একি পাড়ার নুরুল হোসেনের ছেলে মতিউর রহমান (২৫)।
আদালতের তথ্যমতে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গত ১৭ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পাড়ার লোকজন মিলে ফানুসবাতি বানানো ও বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। কিশোরীর মা বিহারে প্রার্থনায় গিয়েছিল। ঐসময়ে বিকালে সাড়ে পাঁচটার দিকে ভুক্তভোগী কিশোরী (১৫) পাড়ার পাশে খালে (বাইশারী খাল) খাবার পানি আনতে ও গোসল করতে যায়। দীর্ঘক্ষণেও বাড়িতে না ফেরায় ভুক্তভোগীর ভাই খুঁজতে গিয়ে তাকে খালের পাকা সিঁড়ি বরাবর অপর পাড়ের বাঁশ ঝাঁড়ের মধ্যে বসা ও কান্নারত অবস্থায় দেখতে পায়। জিজ্ঞাসাবাদে কিশোরী অভিযুক্তরা তাকে পেছন থেকে মুখচেপে ধরে খালের পাশে বাঁশের জঙ্গলে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে জানায়।
এ ঘটনায় পাড়ার লোকজন ধর্ষণের অভিযোগে মতিউর রহমান (২৫) কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর দিলে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপর অভিযুক্ত মো. সেলিমকেও (২৩) আটক করে। এই ঘটনায় ঐরাতে ভূক্তভোগী কিশোরীর পরিবার নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করার পর শুক্রবার আসামিদের আদালতে হাজির করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আদালত (কোর্ট) পুলিশের পরিদর্শক রেজাউল করিম মজুমদার জানান, ধর্ষণের অভিযোগে পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক অভিযোগ শুনে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।