২২ ফেব্রুয়ারি শনিবার ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব ১৬ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের ‘বি’ গ্রুপে চাঁদপুর স্টেডিয়ামে রাঙামাটি জেলা নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কুমিল্লা জেলা দলের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে।
সকালে টানা তৃতীয়বার টসে জিতে রাঙামাটি জেলা দল টানা তৃতীয়বার ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। রাঙামাটি জেলা দল ৩২.২ ওভারে ৯১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। রাঙামাটির পক্ষে মাইনউদ্দিন সর্বোচ্চ ৩৪ রান করেন। কুমিল্লা জেলার মুস্তাফিজ ৫ টি উইকেট নেন।
মধ্যাহ্ন বিরতির পর কুমিল্লা জেলা দল ৯২ রানের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করে।কুমিল্লার আসিফ ৫৬ ও জিহাফ ২৭ রান করে দলকে সহজ জয় এনে দেন।
রাঙামাটি প্রথম ম্যাচে লক্ষীপুরের কাছে ৫ উইকেটে ও চট্টগ্রাম জেলার কাছে দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে পরাজিত হয়!
রাঙামাটি দলের সাথে ম্যানেজার হিসেবে আহম্মেদ ফজলুর রশিদ সেলিম ও কোচ হিসেবে মহিতোষ দেওয়ান রয়েছেন।