মো. ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো উপজেলা কৃষকলীগ। বৃহস্পতিবার সকালে পানছড়ির উত্তর শান্তিপুর এলাকায় মো. ইদ্রিছ আলীর ৮০ শতাংশ (দুই কানি) জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয় নেতাকর্মীরা।
এসময় উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান কবির সাজু’র নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম মোমিন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো: আবুল হোসেন, সাধারন সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কারুচাই মারমা, অর্থ সম্পাদক মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক আকতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক ছোট্ট মিয়া ও সহ দপ্তর সম্পাদক ফজলুল হক ধান কাটায় অংশ নেন।
কৃষক মো. ইদ্রিছ আলী বলেন, আমি দুই কানি (০.৮০ একর ) জমি বর্গা নিয়েছি। ধান বপন করলেও বর্তমানে পাকা ধান কাটা ও ঘরে তোলা অর্থনৈতিক সমস্যার কারণে পারছিলাম না। উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান কবির সাজু ভাইকে বিষয়টি জানালে তিনি সকলকে নিয়ে এই সহায়তার হাত বাড়িয়ে দেয়।
শাহজাহান কবির সাজু বলেন, আমি যখন শুনলাম ইদ্রিছ ভাই টাকার অভাবে ধান কাটতে পারছে না, তখন আমি আমার সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কথা বলে বৃহস্পতিবার জমিনে ধান কাটতে আসি। স্বেচ্ছায় ধান কাটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমরা এই নির্দেশনা মাঠে বাস্তবায়ন করছি। আমাদের এ কর্মসূচি অসহায়, গরীব কৃষক ভাইদের জন্য অব্যাহত থাকবে।