বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের রেমং মেম্বার পাড়ার কৃষক উথোয়াইচিং মারমার জমিতে আধুনিক কৃষি পাদ্ধতিতে ধান রোপন ও পোকা দমনের জন্য কীটনাশকের পরিবর্তে পার্চিং ব্যাবহারের উপর কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার দুপুরে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লামা উপজেলা কৃষি কর্মকর্তা মো: রোস্তম আলী। প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উসিনু মারমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দাশ, প্রকল্পের মাঠ সহায়ক সুকান্ত তংচংঙ্গা, পলাশ চাকমা বিশেষ অতিথি ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি কৃষি কর্মকর্তা রুস্তম আলী বলেন, জমিতে লাইন হতে লাইন ৮ ইঞ্চি, চারা হতে চারা ৬ ইঞ্চি দূরত্বে ধান রোপন করলে ধানের উৎপাদন বেশী হওয়ার পাশাপাশি পোকামাকড়ের আক্রমন কম হবে এবং পার্চিং ব্যবহারের মাধ্যমে পোকা দমন করলে একদিকে উৎপাদন খরচ কম হবে, অন্য দিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তাই কৃষকদের মধ্যে নিদিষ্ট দুরুত্বে নিয়ম মেনে ধানের চারা রোপন ও পার্চিং ব্যাবহার করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কৃষকদের নিয়ে ধান রোপন ও পার্চিং প্রদান উদ্বোধন করেন।
শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী কৃষাণ-কৃষানীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।