বান্দরবানের রুমায় দূর্গমাঞ্চলে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণে গেলে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ) সন্ত্রাসীদের পুতে রাখা আইইডি বিস্ফোরক বিস্ফারণে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোন্নাফ হোসেন রাজু (২১)। এসময় আরেক সেনা সদস্য মো: রেজাউল (২৪) মারাত্মকভাবে আহত হয়। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার সীমান্তবর্তী দূর্গম পাইনুম পাড়া’সহ আশপাশের এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে যাবার পথে ছিলোপি পাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ) সন্ত্রাসীদের পুতে রাখা আইইডি বিস্ফোরক বিস্ফারিত হয়। এতে সেনাবাহিনী দুই জন সৈনিক মারাত্মক আহত হয়। আহত দুজনকে হেলিকপ্টারে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক সেনা সদস্যের মৃত্যু হয়। নিহতের নাম মোন্নাফ হোসেন রাজু (২১)। আহত অপর সেনা সদস্য মো: রেজাউল (২৪) সম্মেলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইএস পিআর কর্মকর্তা রাশেদুল আলম খান।
এঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন।
এদিকে গত১ জুন রুমায় বিস্ফোরক বিস্ফারণে সৈনিক তুজাম (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়। এনিয়ে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ) সন্ত্রাসীদের হামলায় ৫ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
কেএনএফ’র পুঁতে রাখা আইইডি বিস্ফোরকে সেনা সদস্যের মৃত্যু
বান্দরবান
1 Min Read
বান্দরবান প্রতিনিধি
Previous Articleশহরের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে প্রশাসনের ছয় টিম
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.