নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ।।
বান্দরবানে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বিপদগামী সদস্যদের ফেরাতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈ হ্লা, মুখপাত্র এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য ও তঞ্চঙ্গ্যা প্রতিনিধি কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটি ঘোষণা করা হয়। সদস্য সচিব আরও আছেন-নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বাসিংথুয়াই মারমা, বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি সদস্য সচিব লালজারলম বম ও সাংবাদিক মনিরুল ইসলাম মনু।
কমিটিতে সদস্যরা হলেন- ধর্মীয় গুরু ও উপদেষ্টা রেভা:পাকসিমবয়তুং, বম সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক লালথাংজেম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ম্রো সোশ্যাল কাউন্সিলের উপদেষ্টা সিংইয়ং ম্রো, ম্রো সোশ্যাল কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রো, বাংলাদেশ খুমী কল্যাণ এসোসিয়েশনের সভাপতি সিঅং খুমী, উপদেষ্টা লেলুং খুমী, বাংলাদেশ মারমা এসোসিয়েশন’র সভাপতি মংচিংনু মার্মা, খিয়াং প্রতিনিধি ও সাবেক বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাসা খিয়াং, খিয়াং প্রতিনিধি মানিক খিয়াং, ত্রিপুরা প্রতিনিধি কৃপা ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি রামবাদু ত্রিপুরা (স্টিভ), সাংবাদিক ও চাকমা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা এবং সাংবাদিক ও তঞ্চঙ্গ্যা প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।
সংবাদ সম্মেলনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা বলেন, বম সোশ্যাল কাউন্সিলের সাথে কেএনএফ এর ইতিমধ্যে যোগাযোগ হয়েছে। আমার মনে হয় তারাও পজেটিভ হিসেবে দেখবে। তারা আমাদের সন্তান, আমাদের ভাই,পরিবার। তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারব বলে আশা রাখি।