‘অনুপম মারমা, থানচি ॥
বান্দরবান সেনা রিজিয়নের ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে. কর্নেল সরদার জুলকার নাইন বলেছেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেএনএফের সৃষ্ট অপপ্রচার কখনোই সফল হবে না এবং তাদের সৃষ্ট অস্থিরতা অচিরেই দূর হবে শান্তি সম্প্রীতির এই বান্দরবানে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। বড়দিন উপলক্ষে বুধবার সকালে থানচি ও রুমার দুই উপজেলা সীমান্তে বসবাসরত বম জনগোষ্ঠীর সাথে আনন্দ ভাগাভাগিকালে তিনি এসব কথা বলেন।
এসময় বড়দিনের কেক কাটার পাশাপাশি গির্জার জন্য সোলার সিস্টেম, ৩২” টিভি, সাউন্ড স্পিকার ও স্কুলের শিক্ষার্থীদের ব্যবহারের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেন সেনা রিজিয়নের অধিনায়ক। প্রাতাপাড়া, বাশিরামপাড়া, সিমত্লামপি পাড়া, শেরকর পাড়া ও জারুলছড়ি পাড়ায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কমিউনিটি চার্চের ধর্মগুরু কোয়াখার বম বলেন, বড়দিন আমাদের ধর্মীয় বড় উৎসব। এদিনে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
প্রাতা পাড়া ভারপ্রাপ্ত কার্বারি ও ধর্মযাজক পাকত্লিরং বম বলেন, কেএনএফের নানাবিধ সৃষ্ট সমস্যার কারণে ২০২২ সালে প্রাতাপাড়ার লোকজন গ্রাম ছেড়ে চলে যায়। ২০২৩ সালে সেনাবাহিনীর সহযোগিতা পুনরায় গ্রামবাসী পুনর্বাসিত হয়। গ্রামবাসীর সুখে-দুঃখে সেনাবাহিনী সবসময় ছিল।
এসময় উপস্থিত ছিলেন বাকলাই পাড়া সাবজোন ক্যাম্পের দি ম্যাজেস্টিক টাইগার্সেরর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও সেনা সাবজোন কমান্ডার, সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।