কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী পেপার মিলস(কেপিএম) লিমিটেডের উৎপাদন চালু রাখা এবং উৎপাদন বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেপিএম শ্রমিক কর্মচারি পরিষদ (সিবিএ) এর আয়োজনে কেপিএম ১নং গেইট সংলগ্ন চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সর্বস্থরের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মচারী, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেপিএম শ্রমিক কর্মচারি পরিষদের(সিবিএ) সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার, সিবিএ এর সহ সভাপতি মো. শহীদুল্লাহ, মো. তারেক ও মো. জসিম, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত দেড় মাস ধরে কর্ণফুলী পেপার মিল বন্ধ রয়েছে। এতে কেপিএমের ওপর নির্ভরশীল শ্রমিক, কর্মচারীরা মানবেতর দিন কাটাচ্ছে। দৈনিক ১০০ মে.টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই মিলটি নানান অজুহাতে বন্ধ করে রাখা হয়েছে। অথচ কেপিএমের উৎপাদন বন্ধ হয়ে গেলে প্রাইভেট কোম্পানিগুলো তাদের উৎপাদিত কাগজের দাম বৃদ্ধির সুযোগ পাবে। এতে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির হবে। রাষ্ট্রের স্বার্থে এবং কেপিএমের শ্রমিক, কর্মচারীদের জীবনধারণের জন্য কেপিএমের উৎপাদন চালু দাবি জানান বক্তারা।
এদিকে কেপিএম মিলের জিএম(উৎপাদন) মঈদুল ইসলাম জানান পাল্প সংকট এবং কারিগরি ক্রুটির কারণে বিগত দেড় মাস ধরে মিলে কোনও উৎপাদন হয় নাই। আশা করছি আগামী সপ্তাহে উৎপাদনে ফিরতে পারবো।