মিশু মল্লিক
শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা, এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভূক্তিমূলক ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখা।
রবিবার বিকালে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় এসে সমাবেশে মিলিত হয়।
ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. রনি হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি বৃষকেতু চাকমা, সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সাবেক সভাপতি শাহ এমরান রোকন, সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সোহাগ চাকমা, ছাত্রলীগ রাঙামাটি মেডিকেল কলেজ শাখার সভাপতি তন্ময় চৌধুরী।
বক্তারা বলেন, কোটার নামে আন্দোলনকারীরা দেশের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই কোটার জন্য দেশের উচ্চ আদালত একটি নির্দেশনা দিয়েছে। রায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকারও এটা নিয়ে কাজ করছে। তারপরও কেন এই আন্দোলন? আমরা মনে করি এটি জামায়েতে বিএনপির কাজ। এই আন্দোলনে এখন আর সাধারন ছাত্রদের কোন সম্পৃক্ততা নেই।
বক্তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে ক্লাসে ফিরতে হবে। আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। শিক্ষার পরিবেশ নষ্ট, সাধারণ মানুষের জানমালের ক্ষতি হলে ছাত্রলীগ বসে থাকবে না। দুর্ভোগ সৃষ্টিকারীদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।