জিয়াউল জিয়া
কোটা সংস্কারের দাবী নিয়ে এবার মাঠে নেমেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশসুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলটি অত্র প্রতিষ্ঠানের ডাইনিং হল থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে।
এক পর্যায়ে শিক্ষার্থীরা মুল গেইটের তালা ভেঙে কাপ্তাই সড়কের দিকে অগ্রসর হয়। এমন সময় কাপ্তাই লকগেইট অবস্থান করা কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া শুরু করে। পরে বিএসপিআই শিক্ষার্থীরা ক্যাম্পাসে মুল গেইটের সামনে সড়কের উপরে অবস্থান করছে।
এদিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন। এসময় কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ অফিসার, কাপ্তাই থানার ওসি সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান করছে। বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
এসময় মিছিলে শিক্ষার্থীরা কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করা হয়।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর চীফ ইন্সট্রাক্টর রহমত উল্লাহ জানান, বর্তমানে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরের অবস্থান করছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন জানান, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরাকোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন করছিলো। এমন সময় তারা ক্যাম্পাসের বাহিরে গেলে বহিরাগতদের সাথে কিছুটা উত্তেজনা তৈরি হলে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভিতরে বর্তমানে অবস্থান করছে।