নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
র্যাবের অভিযানে বান্দরবানে এক কেজি ৭শ গ্রাম ওজনের আফিম’সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি সত্তর লাখ টাকা বলে জানাগেছে। আজ মঙ্গলবার গভীররাতে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী জানায়, র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরীর নেতৃত্বে র্যাবের একটি অভিযান চালিয়ে বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের পশ্চিম মুসলিম পাড়া এলাকায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় উম্যাং মং মারমা (৫২) নামে এক যুবককে গ্রেফতার করে। বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মারমার পুত্র।
এসময় তার কাছ থেকে ১ কেজি ৭শ গ্রাম আফিম’সহ নিষিদ্ধ মাদক আফিম উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক মূল্য প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতারকৃত যুবক কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছে। মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।