নিজস্ব প্রতিবেক ॥
ক্রীড়া সংগঠক ও রাঙামাটি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন সোহেলের মা রওশন আরা বেগম(৭৩) বৃহস্পতবিার ভোরে বার্ধক্যজনিত কারণে জেলা শহরের তবলছড়িস্থ ওয়াপদা কলোনির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবারসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগ ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে শহরর আব্দুল ফকির কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর ইন্তেকালে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।