পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ১৪ কেজি গাঁজাসহ শান্তি চাকমা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। সে পানছড়ি উপজেলার হারুবিল গ্রামের কোপালাক্ষ চাকমার সন্তান।
থানা সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশীদের দিক নির্দেশনায় এসআই অনিক কুমার দে ও এএসআই কামরুলের নেতৃত্বে এক পুলিশ সদস্যকে ক্রেতা বানিয়ে গাঁজা ক্রয় করার পাতানো ফাঁদ তৈরি করলে সে ফাঁদে আটকা পড়ে শান্তি চাকমা। এসময় রাত ১১টার দিকে উপজেলার সদর ইউপির যুগেশ্বর পাড়া থেকে ১৪কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর থেকেই পুলিশ বিভিন্ন সময়ে মাদক উদ্ধার ও আটক করে অভিযান অব্যাহত রেখেছে; এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।