জিয়াউল জিয়া
দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন রাঙামাটির স্কুল শিক্ষকেরা।
বুধবার সকালে শহরের বিদ্যালয়গুলো ঘুরে দেখে যায়। বিদ্যালয়ের প্রধান ফটকগুলো তালা লাগানে।
বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলার শাখার সভাপতি রনতোষ মল্লিক জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশই এমপিওভুক্ত। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশসহ কিছু ভাতা পান। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা। তারাই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই আন্দোলন।
আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, প্রথমে কিছুসংখ্যক শিক্ষক এই কর্মসূচি শুরু করলেও আজ থেকে বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে এ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এ কর্মসূচি চালিয়ে যাবেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে ১১ জুলাই থেকে এ কর্মসূচি চলছে।