‘রাঙামাটি জনগণকে একটি আধুনিক পর্যটন নগরীর সকল সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা এখনো সম্ভব হয়ে উঠেনি। পৌর নাগরিকদের কর এবং সরকারি সুযোগ-সুবিধা পেলে রাঙামাটি পৌর এলাকাকে আরো সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো। শনিবার থেকেই রাঙামাটি শহরের বিভিন্ন রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা যাবে বলে আশ্বস্ত করেন তিনি। বৃহস্পতিবার নিজেদের নতুন বাজেট ঘোষণা কালে এমনই কথার ফুলঝুড়ি ছুটিয়েছেন পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো।
সাহসী মন্তব্যের জন্য আলোচিত এই তরুণ মেয়র, ‘ক্ষমতাধর ও ধর্নাঢ্য ব্যক্তিরা পৌর কর দেয় না’ উল্লেখ করে আরো বলেন, তারা কর দিলে পৌর এলাকাকে আরো সুন্দর করা যেতো। তিনি ক্ষোভের সাথে বলেন, এলাকার উন্নয়নে এখনো সরকার থেকে ১০০টাকাও পায়নি। তবে আগামী আগস্ট থেকে রাঙামাটি শহরে বিভিন্ন রাস্তা, নালা ও সিঁড়ির কাজ শুরু করা হবে। উন্মুক্ত দরপত্র বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ঠিক কিছু কিছু দরপত্র উন্মুক্ত হয় না। এক্ষেত্রে ফান্ড একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, প্রকাশ্যে না করলেও গোপনেও হয় না। কথাবার্তার মাধ্যমে কাজ দেওয়া হয়। আগস্টের পর টাউন হলটি ভেঙ্গে নতুন টাউন হলের কাজ শুরু করবেন বলে তিনি জানান।
বাজেট অধিবেশনে রাঙামাটির জেলাপ্রশাসক মোঃ মোস্তফা কামাল বলেছেন, বাজেট হলো একটি পরিকল্পনা প্রস্তাবনা। এর মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা করা হয়। বাজেট তৈরি করা একটি সাহসের কাজ। বাজেট না থাকলে কোনো পরিকল্পনা থাকে না। আর পরিকল্পনা না থাকলে উন্নয়ন হয় না। তিনি বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরে রাঙামাটি পৌরসভার বাজেট ঘোষণাকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, পৌরসভার বাজেট হতে হবে উদার, এগ্রেসিভ। বাজেটে আরো বেশি উন্নয়ন পরিকল্পনা থাকতে হবে। বাজেটে পরিকল্পনা প্রণয়ন না থাকলে বেশিদূর যাওয়া সম্ভব হয় না। নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ নাগরিকরা যেসব সমস্যার সম্মুখীন হবে তা সমাধান দ্রুত করতে হবে। তিনি মেয়রকে আইনের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেন। এজন্য জেলাপ্রশাসন সমসময় পৌরসভার পাশে থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।
সনাকের রাঙামাটি জেলার সভাপতি নিরূপা দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলাপ্রশাসক মোঃ মোস্তফা কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক মোস্তফা জামান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল রহমান। সনাকের সাধারণ সম্পাদক মোঃ আলীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, সনাকের সদস্য ললিত সি. চাকমা, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেবুন্নেসা রহিম। পৌরসভার কাউন্সিলর নেয়াজ উদ্দিন বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা শেষে সচেতন নাগরিক পরিষদ(সনাক) ও টিআইবি রাঙামাটি শাখার উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন সেবার ওপর পৌর নাগরিকবৃন্দের প্রশ্নের জবাব দেন রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী।