খাগড়াছড়ি প্রতিনিধি
সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালাতে এ উদ্যোগ
‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবারদুপুরে শহরের নারিকেল বাগান সড়কস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।
এ উপলক্ষে কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি একটি মডেল ও মাইল ফলক। পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় বিশে^র কাছে প্রশংসিত হয়েছেন শেখ হাসিনা।
বর্তমান সরকারের টানা মেয়াদে দেশের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেসব উন্নয়ন কর্মকান্ড প্রচার করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান কবির আনোয়ার।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের এমপি মিজ বাসন্তী চাকমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের সকল উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালাতে স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।