নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি ॥
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাহিনী মহাপরিচালকের পক্ষথেকে ঈদুল ফিতরের পর ঈদ-উল আযহায় দ্বিতীয়বারের মত জেলার ৯টি উপজেলার ৩ হাজার ৬৬৫ জন সদস্য ও সদস্যাদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি টাউনহল অডিটরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ চট্টগ্রামের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি কুমিল্লাটিলা (৫ বিএন) আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনসহ বাহিনী উধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিটি সদস্যকে ঈদ উপহার হিসেবে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়া দুধ, আধা কেজি সুজি, ২ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।