নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি ॥
জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো আবৃত্তি অনুষ্ঠান ‘দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ, পিতা’। বৃহস্পতিবার রাতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ খাগড়াছড়ি শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাড়ড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, স্পৃহার সাধারণ সম্পাদক মো. জানে আলম, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদরর যুগ্ম সচিব ফারুক তাহের, চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোটের সহ সভাপতি মো. মুজাহিদুল ইসলাম ও বনকুসুম বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র একটি কবিতার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর সম্পর্কে সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে বলে বক্তারা মন্তব্য করেন।
এ আলোচনা সভার পরপরেই আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংবাদিক প্রদীপ চৌধুরী’র সম্পাদনায় ও খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে প্রকাশিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর বিশেষ প্রকাশনা ‘পিতা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।