কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশজুড়ে ডাকা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরে শাপলা চত্বর অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা।
এর আগে চেঙ্গী স্কয়ার থেকে শিক্ষার্থীদের একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে শাপলা চত্বর অবস্থান নেয়। এতে জেলা শহরের সঙ্গে দীঘিনালা উপজেলার যান চলাচল বন্ধ হয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান বলেন, তার শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার সারা দেশে কোথাও কোথাও আন্দোলনকারী এবং সরকার দলীয় সংগঠন ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে ছয়জন নিহত হন। সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে।
পরে রাত পৌনে ৮টার দিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে খুনের দায়ে জড়িতদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা আসে আন্দোলনকারীদের পক্ষে।