হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৮ বছর উপলক্ষে অপহরণে জড়িত অপরাধীদের সাজা, কল্পনা চাকমার সন্ধান দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
সকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ, নারাঙহিয়ে, উপজেলা, কলেজ গেইট হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক ছাত্রছাত্রী, নারীপুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষেদের জেলা সহ-সভাপতি মিঠুন চাকমা চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান।
সমাবেশের পর চেঙ্গী স্কোয়ার থেকে তারা মিছিল নিয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ করেন।(বিজ্ঞপ্তি)