বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়ি ॥
শান্তি, অধিকার, বুদ্ধিভিত্তিক এবং মানবতাবাদী কর্মের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে খাগড়াছড়িতে নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘স্পৃহা’ এর আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার বিকালে জেলা শহরের টিউফা মিলনায়তনে আতœপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে স্পৃহার আনুষ্ঠানিকতা সূচনা হয়। সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্যরা প্রদীপ জ¦ালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অরুণ বিকাশ চাকমা। এছাড়া স্পৃহা‘র লক্ষ্য, উদ্দেশ্য এবং ভাবনা নিয়ে গবেষনাধর্মী উপস্থাপনা তুলে ধরেন স্পৃহার সাধারণ সম্পাদক মো: জানে আলম। শিক্ষাবিদ শ্রীলা তালুকদারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন আহমেদ ও বিশিষ্ট সমাজে সেবক মংপ্রু চৌধুরী।
পরে প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সমাজসেবক খগেশ^র ত্রিপুরা প্রমূখ। মুক্ত, উদার ও মানবিক সমাজ বিনির্মানের জন্যে ‘স্পৃহা’ বিশেষভাবে কাজ করবে বলে মুক্ত আলোচনায় মতামত দেয়া হয়। জেলার সামগ্রিক শান্তি, সম্প্রীতি, শিক্ষা-সংস্কৃতির বিকাশ এবং উন্নয়নে এই সংগঠন অগ্রসর ভূমিকায় থাকবে বলেও উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে স্পৃহার উপদেষ্টা প্রফেসর সুধীন কুমার চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই মারমাসহ জেলার জেষ্ঠ্য নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদরা যোগদান করেন।