বিপুল চাকমাসহ চার নেতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ১১ ফেব্রæয়ারি ২০২৪ খাগড়াছড়ি জেলায় ছাত্র ধর্মঘট সফল করার আহ্বানে খাগড়াছড়ি শহরে প্রচার মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। মঙ্গলবার দুপুর ২ টায় খাগড়াছড়ি জেলা শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা পরিষদ কার্যালয় সামনে থেকে শুরু হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা ও জেলা শাখার সভাপতি শান্ত চাকমা।
সমাবেশে বক্তারা বিপুল-সুনীল-লিটন-রুহিনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ১১ ফেব্রæয়ারি খাগড়াছড়ি জেলায় স্কুল-কলেজে ছাত্র ধর্মঘট সফল করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।(বিজ্ঞপ্তি)