বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়ি ॥
শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মানসম্মত শিক্ষার মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। সেজন্য শিক্ষকদেরকে কর্ম নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তৃব্য পালনের আহবান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিক’ শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
শুক্রবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা ও কৃতি শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখা’র সভাপতি মো. মাসুদ পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কার্তিক ত্রিপুরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন প্রমুখ।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।