খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২১ এপ্রিল) সকালে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে ভুয়াছড়ি আর্মি ক্যাম্প এলাকায় স্থানীয় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় প্রত্যেককে লুঙ্গি, শাড়ি, সেমাই, চিনি, কিচমিচ, দুধ, ডাল, তৈলসহ ১১ প্রকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে।
আমাদের কাজের অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা এমন উদ্যেগ গ্রহন করেছি। সামনে ঈদ এই ঈদের আনন্দ সাধারণ জনগনের সাথে ভাগাভাগি করার জন্যর ক্ষুদ্র একটি প্রচেষ্টা গ্রহন করেছি।
এসময় উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইঁয়া পিএসসি, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মোঃ জাহিদ হাসান প্রমূখ।