মো. ইসমাইল, পানছড়ি ॥
আসন্ন ভারতের তীর্থমুখ বা পৌষ মেলা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তর ও খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন রূপসেন পাড়ার সীমানাপাড়া এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
এসময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারেও ভারতে তীর্থ যাত্রা অনুষ্ঠিত হবে। তাই অবৈধ পথে কেউ যেন ভারতে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
এছাড়াও তিনি বলেন, পাহাড়ের মাঝে সেনাবাহিনীর তৈরি এই সীমান্ত সড়ক পাহাড়ের দুর্গম অঞ্চলের মান বৃদ্ধি করেছে। চলাচলের পথের পোহানো দুঃখ মুছে দিয়েছে নিমিষেই। পাহাড়ি-বাঙালিরা সবাই মানুষ। একসাথে মিলেমিশে সকলেরই থাকতে হবে। এছাড়াও মাদকদ্রব্য, গোলাবারুদ, অস্ত্র, চোরাচালান, নারী-শিশু পাচার এবং স্থানীয় সন্ত্রাসী কার্যক্রম হতে স্থানীয় জনসাধারণকে নিরৎসাহিত করতে উৎসাহ প্রদান করেন তিনি।
এদিকে মতবিনিময় সভা শেষে এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন, সহকারি পরিচালক মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।