তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে শনিবার খাগড়াছড়িতে ব্যতিক্রমি এক গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তথ্য অধিকার আইনের প্রায়োগিক সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। অনেকে আইনটি সর্ম্পকে নানা খুঁটিনাটি বিষয়ও জানতে আগ্রহ প্রকাশ করেন।
খাগড়াছড়ি প্রেসকাবের সাধারন সম্পাদক মুহাম্মদ আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্ধারিত প্যানেল আলোচক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অমল বিকাশ চাকমা এবং প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল মনসুর আহম্মেদ।
বেসরকারী উন্নয়ন সংগঠন ‘তৃণমুল’ জাতিসংঘের গণতন্ত্র উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে এই গণসংলাপের আয়োজন করে।