কাউখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে কাউখালী উপজেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাউখালী সদরের মদিনাতুল উলুম আল ইসলামীয়া মাদ্রায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি সাজাই মং মার্মা, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর তাঁরা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শওকত হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি মো. মমিনুল করিম জীবন, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।