অর্ণব মল্লিক,কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই উপজেলার আলোচিত মান্নান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শওকত হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার শওকত হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাঘাইকান্দির মো. ইব্রাহিমের ছেলে।
শনিবার (১৪ অক্টোবর) সীতাকু-ের ভাটিয়ারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, শওকত ও তার প্রতিবেশি মান্নানের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিলো। ২০১৮ সালের এপ্রিলে শওকত মান্নানের সাথে ঝগড়ার এক পর্যায়ের মারামারিতে লিপ্ত হয়। এসময় শওকত তার সহযোগিরাসহ মান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা মান্নানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শওকত ও তার সহযোগীদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। এই মামলার প্রধান আসামী সে।
মামলা দায়েরের পর পুলিশ আসামিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় আদালতে। চার্জশিটের ভিত্তিতে আদালত আসামি শওকতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তিনি আরও বলেন, এ মামলার আসামি শওকত ভাটিয়ারিতে অবস্থান করছে; এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শওকত এর বিরুদ্ধে কাপ্তাই থানার পৃথক আরো একটি মামলায়, এক বছরের বিনাশ্রম কারাদ-প্রাপ্ত পলাতক আসামী হিসেবে চিহ্নিত ছিলো সে।
এ বিষয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, র্যাব-৭ থেকে আসামী শওকতকে কাপ্তাই থানায় হস্তান্তর করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।