ঝুলন দত্ত, কাপ্তাই ॥
পার্বত্য চট্টগ্রামের চিকিৎসার অন্যতম বাতিঘর খ্রিষ্টিয়ান হাসপাতালের ১১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটা হতে হাসপাতালের ডা. মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি। ডা. শৈওয়াইগী ও ডা. রাজীব শর্মার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, হাসপাতালের ক্লিনিক্যাল চিফ ডা. বিলিয়ম এ সাংমা। আলোচনার শুরুতে প্রার্থনা সভা পরিচালনা করেন পালক স্টিফেন জে মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি বলেন, প্রত্যন্ত অঞ্চলের গরীব, দুঃখীদের সেবা দিয়ে যাচ্ছে শতবর্ষী এই প্রতিষ্ঠানটি। এই হাসপাতালের যথেষ্ট সুনাম রয়েছে। এই অঞ্চলের সাধারণ মানুষ যখন স্বাস্থ্য সেবা নিয়ে বিপদে পড়ে, তখন তাঁরা ছুটে আসেন এই হাসপাতালে।
এর আগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে শোভাযাত্রা চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান এবং কুষ্ঠ হাসপাতাল এলাকা পরিদর্শন করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এসময় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্র সহকারে হাসপাতালের চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের স্টাফরা র্যালিতে অংশ নেন।