নিজস্ব প্রতিবেদক
দেশে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা, ভাংচুরের ও হুমকির প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায় রাঙামাটিতে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. এ কে এম মকসুদ আহম্মদ, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহী, সময়টিভির হেফাজত সবুজ, নিউজ২৪ এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, চ্যানেলটোয়েন্টিফোর এর জিয়াউল হক,দেশ টিভির মিশু মল্লিক সহ রাঙামাটি বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন গণমাধ্যমে কার্যালয়ে হামলার ঘটনা ঘটেই চলছে। যেভাবে একের পর এক হামলা চলছে, এতে আমরা উদ্বিগ্ন। এই কর্মকান্ডে মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা আরও চ্যালেন্সের মুখে পড়বে। যদি কোন সংবাদ মাধ্যমে সমস্যা থাকে তাহলে আলোচনার মাধ্যমে সমস্যা সামাধানের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। একইসঙ্গে এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, মালিকানার দ্বন্দ্বে অনেক টেলিভিশন বন্ধের ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীরা চাকরি হারানোর অনিশ্চয়তায় পড়েছে। সরকারের কাছে গণমাধ্যমকর্মীরা যাতে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পরে সেই দাবিও জানানো হয়।
গণমাধ্যমে হামলার প্রতিবাদ রাঙামাটিতে
রাঙামাটি
1 Min Read
Next Article রেমাক্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা খুলে কদাচিৎ!
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.