রাঙামাটিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুঃদাঃ) মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযুদ্ধা, জেলা ডেপুটি ইউনিট কমান্ডার-১ রাঙামটি, মো. ইকবাল হোসেন, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী।
আলোচনা সভায় প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, লক্ষ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। ৭১ মুাক্তিযুদ্ধ আমাদের এক মাইলফলক। ৭১ মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বকে অর্জন করেছিলাম। ৭১ মহান মুক্তিযুদ্ধকে গুরুত্ব দিয়ে কমান্ডার বলেন মহান মুক্তিযুদ্ধকে ভুলে গেলে চলবে না। মহান মুক্তিযুদ্ধ আমাদের জীবনের একটি অংশ। তিনি আরোও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। আজকের প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে এসে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে হবে। জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুঃদাঃ) মো. ফখরুল ইসলাম এর সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয় । আলোচনা সভার তিন শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিল। (বিজ্ঞপ্তি)