মো:ইসমাইল, পানছড়ি
এবার দেড় কেজি গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক মহিলার নাম অমলা বড়ুয়া (৪৮)। সে উপজেলার নকুল মাষ্টার টিলার মৃত গোপাল চন্দ্র সরকারের সহধর্মিনী।
নকুল মাষ্টার টিলা এলাকায় ভাড়া বাসায় থেকে গোপনে গাঁজা বিক্রি করে এমন সংবাদ পায় পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশীদ। এই খবরে এসআই সৈয়দ ছানাউল্লার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করেন তিনি। ফলে ৯ আগষ্ট (বুধবার) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে অমলার ভাড়া বাসা থেকে দেড় কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, এ ব্যাপারে বিধি মোতাবেক অত্র থানায় মামলা হয়েছে।