মিশু মল্লিক
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশে’ এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয় ও বন বিভাগ রাঙামাটি অঞ্চলের যৌথ আয়োজনে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুরে ‘মুগ্ধতার সড়ক’ নামে পরিচিতি পাওয়া রাঙামাটি কাপ্তাই সংযোগ সড়কের ‘আই লাভ রাঙামাটি’ পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি।
এতে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ জেলার বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রাঙামাটিকে প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। এই সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে দেশকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। রাঙামাটি কাপ্তাই সংযোগ সড়কটির সৌন্দর্য ইতিমধ্যেই সারাদেশে ছড়িয়ে পড়েছে। এই সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের উন্নয়নের জন্য এই সড়কের পাঁচ কিলোমিটার জায়গা জুড়ে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষুধী গাছ রোপণ করা হচ্ছে। এই গাছগুলোই একদিন রাঙামাটিকে সারাদেশের মানুষের কাছে তুলে ধরবে।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, সড়কটির একপাশে পাহাড় একপাশে কাপ্তাই হ্রদ হওয়াতে এটি পর্যটকদের আকৃষ্ট করে। কিন্তু ইদানিংকালে অনেক রিসোর্ট-কটেজ গড়ে উঠছে। এগুলো যাতে হ্রদ-পাহাড়ের সৌন্দর্য উপভোগে কোন বাধার সৃষ্টি না করে সেভাবে তৈরি করার ওপর জোর দেন তিনি।