ক্রীড়া প্রতিবেদক
১৯ মার্চ বুধবার ৪৩ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর টায়ার দুইয়ে রাজশাহী জেলা স্টেডিয়ামে রাঙামাটি জেলা নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজীপুর জেলা দলের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে।
সকালে টসে জিতে রাঙামাটি জেলা দল রাজশাহী থেকে দুইজন কোটা খেলোয়াড় নিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। রাঙামাটি জেলা দল ৩৮.৪ ওভারে মাত্র ১০৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। ব্যাটসম্যানদের বাজে শর্ট খেলার প্রবনতা ও অধৈর্য ব্যাটিং রাঙামাটিকে বিপদে ফেলে দেয়। রাঙামাটির পক্ষে কোটাতে খেলা সাদমান অর্নব সর্বোচ্চ ৩০ রান করেন।গাজীপুর জেলার কামরুল ৪ টি ও মাজহারুল ৩ টি করে উইকেট নেন।
মধ্যাহ্ন বিরতির পর গাজীপুর জেলা দল ১১০ রানের সহজ লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ২২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে ৬ উইকেটে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। রাঙামাটির পক্ষে কোটা খেলোয়াড় সাদমান অর্নব ৩ টি উইকেট লাভ করেন।
রাঙামাটি ২১ মার্চ চট্টগ্রাম জেলা দলের সাথে শেষ ম্যাচ খেলতে নামবে।
রাঙামাটি দলের সাথে ম্যানেজার হিসেবে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌস আলম ও কোচ হিসেবে মহিতোষ দেওয়ান রয়েছেন।