তৌসিফ মান্নান ॥
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলমান তারুণ্য উৎসবের অংশ হিসেবে রাঙামাটির প্রাচীন বিদ্যাপীঠ রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আনোয়ার উল্লাহ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মৃদুল কান্তি তালুকদার বলেন, তরুণদের হাত ধরেই দেশ বদলে যাবে, পৃথিবী বদলাবে। দেশব্যাপী তারুণ উৎসবের সাথে রাঙামাটির এই প্রাচীন বিদ্যালয়ে আজকে যে মেলা আয়োজন করা হয়েছে এতে আমি মনে করি শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্ববোধ ও সম্প্রীতি আরো দৃঢ় হবে, পাশাপাশি তাদের মধ্যে উদ্ভাবনী শক্তিও বৃদ্ধি পাবে। আমি বিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা দেবনাথ বলেন, দেশে প্রথমবারের মত তারুণ্য মেলা হচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। মেলায় অংশ নিয়ে আমরা আমাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস আমাদের স্কুলের শিক্ষার্থীদের কাছেই বিক্রি করতে পারছি। এতে সবার সাথে সবার বন্ধুত্ব গড়ে উঠছে।
আরেক শিক্ষার্থী জুঁই চাকমা বলেন, আমি প্রথমবার কোন মেলায় স্টল দিয়েছি। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমার খুবই ভালো লাগছে। বিদ্যালয়ে প্রাক্তণ ছাত্রীরাও এসেছেন, তাদের সাথে দেখা হচ্ছে। এটা আমার জন্য খুবই আনন্দের।
মেলায় ব্যাগ, কাপড়, প্রসাধনী, খাবারসহ বিভিন্ন পণ্যের প্রায় ৩০টির মত স্টল রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেলা চলবে।