নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় তৃতীয় শ্রেণীতে পড়–য়া এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জ্যোতিময় চাকমা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর মঙ্গলবার বিকেলে নির্যাতিতার মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে পাঁচ ঘন্টার মধ্যে অভিযান চালিযে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জ্যোতিময় চাকমা গজালিয়া ইউনিয়নের কুলাইক্যা চাকমা পাড়ার বাসিন্দা বিজয় চাকমার ছেলে। নির্যাতিতা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত বলে জানা গেছে।
সূত্র জানায়, গত শুক্রবার সকালে নির্যাতিতা শিশুর মা কাজে পাশের সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টাম ফাউন্ডেশনে যান। এ সুযোগে বেলা ১১টার দিকে জ্যোতিময় চাকমা ওই চাকমা শিশু ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৭ আগস্ট দুপুরের পর ওই শিশু ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। পরে এ ঘটনায় শিশু ছাত্রীর মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে মঙ্গলবার দিনগত গভীর রাতে পুলিশের একটি দল দুর্গম পাহাড়ি কুলাইক্যা পাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত জ্যোতিময় চাকমাকে গ্রেফতার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. শামীম শেখ বলেন, নির্যাতিত শিশু শিক্ষার্থীর মা থানায় অভিযোগ করার সাথে সাথে অভিযুক্ত জ্যোতিময় চাকমাকে আটক করে আদালতের মাধ্যমে বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।