জয়নাল আবেদীন, কাউখালী ॥
কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকালে কাউখালী উপজেলার ঘাগড়া কলেজ মাঠে ঘাগড়া এলাকাবাসীর আয়োজনে বিজু, সাংগাই, বৈসুক, বিষু ও বিহু উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য লুৎফুন্নেসা বেগম।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার, বিএনপি নেতা ও বৈসাবি অনুষ্ঠান উৎযাপন কমিটির সভাপতি অর্জুন মনি চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, সাবেক ইউপি সদস্য শান্তিমনি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এই উৎসবে সকালে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর পরই স্থানীয় শিল্পীদের পরিবেশনায় চাকমা গানের সাথে নৃত্য। এরপর ঘাগড়া কলেজ মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক হয়ে ঘাগড়া বাজার ঘুরে কলেজ মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে আগত অতিথি দর্শনার্থীদের পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার পাজন পরিবেশন করা হয়। শুক্রবার বিকেলে চাকমাদের ঘিলা খেলা, শিক্ষামূলক চাকমা নাটিকা উপস্থাপন করা হয়। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজন কমিটির সভাপতি অর্জুন মনি চাকমা বলেন, বর্ষ বরণ আমাদেন প্রধান সামাজিক উৎসব। আমরা চাই সকল সম্প্রদায়ের মানুষ মিলে মিশে সম্প্রীতি রক্ষা করে বসবাস করে যেতে। এই উৎসবের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সম্প্রীতির মেলবন্ধনের বিষয়ে অবহিত করা আমাদের উদ্দেশ্য।