‘শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে নেই কোন ধর্ম-বর্ণ, নেই কোন জাতি গোষ্ঠি। শিক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি মনোভাব রেখে প্রকৃত মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। নতুন প্রজন্মের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এদের মধ্য থেকেই উঠে আসবে আগামী দিনের দেশ পরিচালনাকারী।’
রাঙামাটি পাার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা রাঙামাটি ঘাগড়া কিন্ডার গার্টেন স্কুলের নতুন ভবন উদ্বোধন শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নব কুমার তংচঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, ৩নং ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান থুইমং মারমা, শফি মেম্বার, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী বাবুশে মারমা, শান্তি মনি চাকমা, সজিব দত্ত প্রমূখ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সুকা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দীন আহম্মেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় চলে ঐতিহ্যবাহী পাহাড়ী নাচ ও গান। চেয়ারম্যান, নাচ ও গান পরিবেশনকারী শিক্ষার্থীদের তাৎক্ষনিক ১০ হাজার টাকা প্রদান করেন। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিগন বিদ্যালয়ের ২০১৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট নগদ টাকা, জ্যামিতি বক্র, কলম ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঘাগড়া কিন্ডারগার্টেন’র নতুন ভবন উদ্বোধন
পার্বত্য উন্নয়ন
2 Mins Read
Previous Articleবদলে যাবে পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.