নিজস্ব প্রতিবেদক,বান্দরবান
বান্দরবানের ঘুমধুম সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠায় বন্ধ ঘোষণা করা ৫টি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘ ১ মাস পর বুধবার (২৮ ফেব্রুয়ারী) থেকে বন্ধ বিদ্যালয় গুলোতে ক্লাস শুরু হবে। স্কুলগুলো হচ্ছে- বাইশফাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেজু গর্জনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবোচনায় গত ২৯ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয় সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে উঠায় স্কুলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বুধবার থেকে স্কুলগুলোতে ফের ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠবে স্কুলপ্রাঙ্গন।
তবে সীমান্ত এলাকাগুলোতে সতর্কবস্থায় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। গোলাগুলির কোনো শব্দ নেই ঘুমধুম, তুমব্রু, জলপাইতলী, বাইশফাড়ি সীমান্ত এলাকাগুলোতে। সীমান্তের মানুষজন খেতখামারে কাজ করছে শঙ্কাহীন। তুমব্রু বাজারও আগেরমত বেচাকেনা জমে উঠেছে। তবে সীমান্ত নিয়ে গুঞ্জন গুজব ছড়াচ্ছে কিছু মানুষ। তাদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন এ জনপ্রতিনিধি।
ঘুমধুম সীমান্তের ৫ স্কুল খুলবে বুধবার
বান্দরবান
1 Min Read
Previous Articleহ্রদের বুকে স্পীডবোটে শিশুর জন্ম, আজীবন মা’সহ ভ্রমণ ফ্রি !
Next Article ২২ পর্যটকের সব ছিনিয়ে নিলো কেএনএফ !
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.