জিয়াউল জিয়া
রাঙামাটি জেনারেল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রোমেল চাকমার ওপর হামকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি সচেতন
নাগরিক সমাজ। রবিবার সকালে জেলা প্রশসাকের প্রধান ফটকের সামনে ঘন্টাখানেকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনেয়ারুল হক, শিক্ষাবিদ রঞ্জিত
দেওয়ান, শিক্ষাবিদ অঞ্চুলিকা খীসা, সাবেক মানবাধিকার কমিশনের সদস্য ও শিক্ষাবিদ বাঞ্চিতা চাকমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ডাক্তার রোমেল চেম্বার শেষ করে শরীর চর্চার জন্য রায় বাহাদুর সড়কে সাইক্লিং করেন। ঘটনার দিন একটি বোপোরোয়া মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর প্রতিবাদ করতে গেলে গাড়িতে থাকা লোকজন গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক আহত করেন। উল্টো হামলাকারীরা ডাঃ রোমেল চাকমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে গত ২২ জানুয়ারি রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রোমেল।
বক্তারা আরও বলেন, ঐ মামলায় আদালত ৭ আসামির মধ্যে ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে পুলিশ কোন আসামীদের গ্রেফতার করছে না। পুলিশ কোন আসামীকে গ্রেফতার না করায় আমরা আজ রাজপথে দাড়িয়েছি। আমরা চাই দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হউক।
শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে এই মানববন্ধনে অংশ নিতে এসেছি। পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি করছি দ্রুত ঘটনার সাথে জড়িদের আইনের আওয়াত নিয়ে আসার জন্য। আমরা সবাই নিরাপদে বাচতে চাই।
সাবেক মানবাধিকার কমিশনের সদস্য ও শিক্ষাবিদ বাঞ্চিতা চাকমা বলেন, ডাঃ রমেল চাকমাকে এই শহরের মানুষ কমবেশি সাবই তাকে চিনে। সে ব্যক্তি হিসেবে ভালো মানুষ না হলে এতোগুলো মানুষ এই মানববন্ধনে অংশ নিতো না। এই কর্মসূচীতে দেখে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে এবং হামলাকারীদের
দ্রুত গ্রেফতার করবে।
উল্লেখ, ২৮ ডিসেম্বর টিএন্ডটি রায় বাহাদুর সড়কে রাতে এই ঘটনা ঘটে।
চক্ষু চিকিৎসকের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
রাঙামাটি
2 Mins Read
Next Article পাহাড়ে ব্রোকলি চাষে সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.