সাইফুল হাসান
চট্টগ্রাম বিভাগের মধ্যে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক হলেন রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক। গত সোমবার চট্টগ্রাম কলেজের অবনি মোহন দত্ত অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল তাকে এই সম্মাননা প্রদান করেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিভাগের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর বিভাগীয় পর্যায়ের সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বিদ্যালয় গ্রæপে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন রাঙামাটির রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক।
এ প্রসঙ্গে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক বলেন, আমি শুরু থেকে চেষ্টা করে গিয়েছি আমার প্রতিষ্ঠানটিকে অবকাঠামো দিক দিয়ে উন্নত করার। বর্তমানে জেলায় আমার প্রতিষ্ঠানটি অবকাঠামোর দিক দিয়ে অনেকটাই উন্নত। তার পাশাপাশি আমার লক্ষ্য পড়ালেখা মান আরও বাড়িয়ে রেজাল্টে জেলার মধ্যে আমার প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ করে তোলা।
তিনি আরও বলেন, আমি চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে প্রায় ১৫ হাজার উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছি, এখন আমি চাই আমার প্রিয় প্রতিষ্ঠানটিকে একই পথে হাঁটাতে। আমার এই প্রতিষ্ঠানটিও যেনো শ্রেষ্ঠ হয় সেই লক্ষ্যে আমি কাজ করে যাবো। জেলার মধ্যে অন্যতম একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হোক রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় আমি তাই চাই।