নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় শিক্ষা পদক ২০২৪ চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক ক্যাটাগরিতে সেরা হলেন রাঙামাটির কামরুল হাছান। তিনি বরকল উপজেলার দক্ষিণ বরুণাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কামরুল হাছান সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ২০০৪ সালের ২৫ মার্চ। তাঁর শিক্ষাগত যোগ্যতা- এমএ, বিএড, সিইনএড। পেশাকে ভালোবেসে নিজেকে সফলভাবে সম্পৃক্ত করেছেন সকল কর্মকান্ডে। প্রত্যন্ত পর্বত ও হ্রদ বেষ্টিত এলাকায় স্কুল সততা ও কর্মনিষ্ঠায় ২০২২ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালেও শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন ও চট্টগ্রাম বিভাগে ১১টি জেলার শিক্ষকদের সাথে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। গত ২১ অক্টোবর ২০২৪ চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়।
পরবর্তীতে তিনি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবেন। করোনাকালে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও এটুআই এর উদ্যোগে ঘরে বসে শিখি পেজসহ দেশের সকল অনলাইন প্লাটফর্মে ক্লাস করেন। শিশুদের পড়াশুনা চালিয়ে নেবার জন্য এছাড়াও রাঙামাটি জেলার অনলাইন স্কুলের ফাউন্ডার এডমিন হিসেবে কাজ করেন। এটুআই ও গ্রামীণফোন এর উদ্যোগে অর্জন করেন করোনা যোদ্ধা শিক্ষক স্বীকৃতি। শিক্ষক বাতায়নে আইসিটি দক্ষতার সাক্ষরে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর নির্বাচিত হন ২০২০ সালে এবং শিক্ষায় উদ্ভাবনী কাজে পাক্ষিকের “সেরা উদ্ভাবক” নির্বাচিত হন ২০২৩ সালে। করোনার মত মহামারীকালীন দেশের শিক্ষা চালু রাখতে রেডিও ও টেলিভিশন মিডিয়াতে ক্লাস পরিচালনার জন্য ঈঝঝজ প্রজেক্টে দেশের নির্বাচিত ২০০ জন শিক্ষকের মধ্যে অংশগ্রহণ করেন গ্রুমিং ও শুটিংএ যে ক্লাসসমূহ সংসদ বাংলা টেলিভিশনে প্রচারিত হয়।
কাজ করেছেন শিক্ষক প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার বাংলা, প্রাথমিক বিজ্ঞান ও গণিত বিষয়ে (গণিত অলিম্পিয়াড)। বাংলা বিষয় ভিত্তিক ট্রেনিং টুলস ডেভলপেও শুটিংএ কাজ করা শিক্ষক (দেশ সেরা ০৯ জনের একজন)। প্রাথমিক শিক্ষা অধিদফতর এর ইনোভেশন শোকেসিং এ জেলা পর্যায়ে ২০২৪ সালে প্রথম পুরস্কার পান ও বিভাগে অংশ নেন।
সাংস্কৃতিকমনা শিক্ষক কামরুল হাছান বেতারের তালিকাভুক্ত বাচিক শিল্পী। কাজ করেন শুক্র ও শনিবার অনুষ্ঠান ঘোষক ও নাট্যশিল্পী হিসেবে। রাঙামাটি জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের অনুষ্ঠান উপস্থাপনা সহ সকল সাংস্কৃতিক কর্মকান্ডে আছে তার সক্রিয় অংশগ্রহণ। জেলা প্রশাসনের জাতীয় দিবসের আয়োজনে বিভিন্ন সময়ে করেছেন অনুষ্ঠান উপস্থাপনা। সাহিত্যাঙ্গনে আছে কবি, ছড়াকার ও শিক্ষাবিষয়ক প্রাবন্ধিক ও আবৃত্তিকারের স্বীকৃতি। একক ০২টি ও দেশের সকল বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে রয়েছে তার সম্পাদিত ০৬টি কাব্য গ্রন্থ ও পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। শিশুদের নিয়ে কাজের একাগ্রতা ও মনোনশীলতা তাকে শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখায়। পার্বত্যাঞ্চলেও তিনি আলো বিলিয়ে যাচ্ছেন নিপুণভাবে সমান তালে।