মো. ইসমাইল, পানছড়ি ॥
দৃষ্টিনন্দন ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা। এর ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়নের ১৩টি দল। লীগ পদ্ধতির এই খেলার গ্রুপ চ্যাম্পিয়ন চারটি দল মুখোমুখি হয় সেমিফাইনালে। অবশেষে স্বপ্নের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি)।
বুধবার বিকেল চার’টা থেকে অনুষ্ঠিত ফাইনালটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর ও দারুণ উপভোগ্য। শুরুটা স্বাভাবিক থাকলেও শেষ পর্যন্ত পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি)কে ১৬-১৮ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো: মফিজুর রহমান ভূঁইয়া। এ সময় তিনি অংশগ্রহণকারী প্রতিটি দলকে অভিনন্দন জানান। প্রতিযোগিতামুলক মনোভাব, শৃঙ্খলা, ব্যবহার, আচার-আচরণ সবাইকে মুগ্ধ করেছে বলেও জানান। এতো সুন্দর একটি আয়োজন করা ৩ বিজিবি’র জন্য সম্মানের বিষয় ও সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এদিকে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে তিনি ট্রফি ও মেডেল তুলে দেন। টুর্নামেন্টে সেরা নবীন খেলোয়াড় নির্বাচিত হয় ৩ বিজিবি’র সিপাহী মুনতাজ মিয়া ও সেরা প্রবীন খেলোয়াড় নির্বাচিত হয় চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি’র) ল্যান্স নায়েক মো: সবুজ মিয়া।
এসময় ৩ বিজিবির অন্যান্য অফিসার্স, জুনিয়র কর্মকর্তা, সাংবাদিক, ব্যাটালিয়সেন বিভিন্ন পদবির সৈনিক ও অসামরিক সদস্যরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।