নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
মাটিরাঙ্গায় হিটস্ট্রোকে এক যুবদলের কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১০মে) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় তিনি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবদলের সদস্য মোঃ নুরুল হক (৩৮)। তিনি বেলছড়ি ইউনিয়নের বাজার টিলার ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্য মো: রজব আলী ছোট ছেলে।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউল রহমান, রোববার বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবদলের সদস্য মোঃ নুরুল হক গতকাল (শনিবার) চট্টগ্রামে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ শেষে বাড়িতে ফিরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে স্ট্রোক করে।
পরে তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা জানান, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন নুরুল হক। তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যবরণ করেন।