অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরীঘাটে কর্ণফুলী নদীর ড্রেজিং কাজের জন্য মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেছে ফেরী চলাচল। আগামী রোববার সকাল থেকে আবারো ফেরী চলাচল শুরু হবে। ব্যস্ততম এই নৌরুটে নদীর দুই পাড়ের যাত্রীদের পারাপারে বর্তমানে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে সাম্পান। মঙ্গলবার বিকালে চন্দ্রঘোনার সাম্পান ঘাটে গিয়ে দেখা যায়, ফেরী বন্ধ থাকায় যাত্রীদের ভিড় বেড়েছে এবং সাম্পান মাঝীরাও নদী পারাপারে ব্যস্ত সময় পার করছে।
নদী পারাপাররত যাত্রী আমেনা খাতুন, অন্তি চক্রবর্তী, মো. শাহ আলম জানান, ফেরী বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। তারপরও নদীতে ড্রেজিং কাজের সমস্যা সমাধানকল্পে কিছুটা ভোগান্তি হলেও তা আমরা মেনে নিচ্ছি। তবে এখানে একটি সেতু হলে আজকে এত ভোগান্তি মানুষকে পোহাতে হতো না।
স্থানীয় সাম্পান মাঝি মো. রহমান মিয়া, সুজন দাশসহ কয়েকজন জানান, ফেরী চলাচল বন্ধ থাকায় রাইখালী, রাজস্থলী, বাঙ্গালহালিয়ামুখী সব যাত্রীদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে সাম্পান। তাই যাত্রী পারাপার করতে বর্তমানে আমরা ব্যস্ত সময় পার করছি। মাঝিরা আরো জানান, তাদের এসময় আয়-রোজগারও বৃদ্ধি পেয়েছে।
এদিকে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য মঙ্গলবার থেকে রোববার ভোর পর্যন্ত চন্দ্রঘোনায় ফেরী চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তাই এইসময় ওই পথে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাঙামাটি-রাজস্থলী এবং বান্দরবান যাতায়াতে চন্দ্রঘোনা ফেরী নৌরুট ব্যবহার করে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে থাকে।