অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
রাঙামাটির চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিক্সা ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়। বুধবার (১৮ ডিসেম্বর) কাপ্তাই চন্দ্রঘোনা ফেরিঘাটে রাঙ্গুনিয়ার লিচুবাগান অংশে এই ঘটনা ঘটেছে। এসময় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এই ঘটনায় একজন পথচারী মহিলাও গুরুতর আহত হয়েছে। তবে তাৎক্ষণিক ওই মহিলার পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে উঠার সময় একটি ট্রাক সামনে থাকা সিএনজি অটোরিক্সাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। অটোরিক্সায় মালামালে ভর্তি থাকায় কোনও যাত্রী ছিল না। কিন্তু ওইসময় অটোরিক্সার সামনে থাকা একজন পথচারী মহিলা আহত হয়। তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে পাঠানো হয়।
এদিকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসক ডা. বিলিয়ম জানান, এই ঘটনায় বুধবার একজন মহিলাকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। তবে তার শরীরে বেশি আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়।
চন্দ্রঘোনা থানার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি রাঙ্গুনিয়ার অংশে পড়েছে।