ঝুলন দত্ত ও অর্ণব মল্লিক
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উভয়দিকে কর্ণফুলি নদীর ওপর নৌ পথে যাতায়াতের জন্য ব্যবহৃত দুইটি ফেরি নদীতে ¯্রােতের কারণে রবিবার সকাল ৮টা হতে বন্ধ রয়েছে। ফলে রাঙামাটি টু বান্দরবান-: রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী। তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে পার হয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়িগুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে। তবে সন্ধ্যা সাতটার পর ফেরি চলাচল শুরু কথা রয়েছে।
রবিবার দুপুরে এ প্রতিবেদক যান চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকায়। এসময় এই রুটে চলাচলকারী যাত্রী মো. জাহিদুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, মো লিয়াকত আলীসহ অনেক চালক ও যাত্রীরা জানান, রবিবার সকাল হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এসময় চন্দ্রঘোনো ফেরিঘাট এলাকায় কথা হয়, সড়ক ও জনপদ বিভাগ( সওজ) এর রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমার সাথে। তিনি বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে দিয়ে রবিবার সকালে পানি ছাড়ার ফলে পানির ¯্রােত বেড়ে যায়, যার ফলে ফেরি চলাচল নিরাপদ নয় বিধায়, কর্তৃপক্ষের নির্দেশে রবিবার সকাল ৮টা হতে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে পানির ¯্রােত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তিনি আরোও বলেন, এমনিতে কর্ণফুলী নদীতে জোয়ার হলে পল্টনের সিঁড়িতে প্রচুর পানি উঠে ডুবে যায়। ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।
রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কাপ্তাই বাঁধের পানি নিষ্কাশন দুপুর ২টায় বন্ধ হয়েছে এতে করে চন্দ্রঘোনা ফেরি চলাচলে আর কোনও ঝুঁকি নেই। তবে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে জোয়ার থাকার ফলে ফেরি যোগাযোগ সন্ধা ৭টা থেকে পুনরায় চালু হবে। এতে করে রাঙামাটির সাথে বান্দরবান এবং রাজস্থলীর যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে।