নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই
রাঙামাটি কাপ্তাই চন্দ্রঘোনা মিশন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে বৃহস্পতিবার সকালে হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ‘সেবার গুণগতমান বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং সিনিয়র স্টাফগণ অংশ নেন।
হাসপাতালের গর্ভনিং বডির সদস্য এবং হাসপাতাল ম্যানেজম্যান্ট কমিটির উপদেষ্টা বিপ্লব মারমা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।