বৃহত্তর তিন পার্বত্য জেলার ক্ষুদ্র জাতিসত্তাসমূহের উচ্চ শিক্ষায় অগ্রণী মহিলাদের মধ্যে একজন শ্রীমতি চন্দ্রিমা দেওয়ানের প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয় হিল এলামনাই গভীর শোক প্রকাশ করছে। তাঁর প্রয়াণে হিল এলামনাই অন্যতম একজন সদস্যকে হারালো। সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তিত্বের প্রয়াণে শোকসন্তপ্ত পরিবার ও তাঁর সকল শুভানুধ্যায়ীদের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, শ্রীমতি চন্দ্রিমা দেওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগে ১৯৬৬ সালে স্নাতক এবং ১৯৬৭সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি ২০০১ সালে রাঙামাটি সরকারি কলেজ থেকে অবসরগ্রহণ করেন। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদান রাখার জন্য তিনি পার্বত্যবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হিল এলামনাই এর পক্ষ হতে তাঁর প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা। পরিশেষে তার পারলৌকিক সদগতি কামনা করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় হিল এলামনাই এর আহ্বায়জ সুপ্রদীপ চাকমা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।(বিজ্ঞপ্তি)