ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফেরিঘাটের শারীরিক প্রতিবন্ধী কালাচান চাকমা। রাইখালী ইউনিয়নের পরিষদের ভবনের ছাদের নিচে যার জীবন কেটে যায় প্রতিনিয়ত। মাঝেমধ্যে রাইখালী ফেরিঘাট এলাকায় পুরাতন ভাঙ্গা হুইল চেয়ার দিয়ে দিনগুলো অতিবাহিত করেন প্রতিবন্ধী কালাচান চাকমা। দৈনিক ভিক্ষা করে যে টাকাগুলো পেতেন সেগুলো ঔষধ খরচ আর সংসারিক খরচে চলে যায় তার। জন্মসূত্রে দুই পা অচল প্রতিবন্ধী কালাচান চাকমার। সরকারিভাবে দীর্ঘ বছর আগে একটি হুইল চেয়ার পেয়েছিলেন। সেটিও বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। তাই দৈনিক সকালে জীবনের তাগিদে ভিক্ষা করার জন্য বের হতে হয় দুই পাযের বিভিন্ন স্থানে টায়ার বেঁধে, অনেকটা বহু কষ্টে দীর্ঘ পথ দুই হাতের ওপর ভর দিযে চলাচল করতে হয়। বিষয়টি ফেরিঘাটে নজরে আসে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমার। তিনি রবিবার প্রতিবন্ধী কালাচান চাকমাকে একটি হুইল চেয়ার কিনে দিয়ে সহযোগিতা করেন।
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী কালাচান চাকমা অত্যন্ত খুশি হয়ে বলেন, দীর্ঘদিন ধরে চলাফেরা করছি বহু কষ্ট করে। আমার চলাচলের সুবিধার্থে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমা আমাকে একটি হুইল চেয়ার প্রদান করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাকি জীবনটা হয়তো এই হুইল চেয়ারে করে ভিক্ষা করে জীবন কাটিয়ে দিতে পারবো।
এদিকে এলাকার অসহায় প্রতিবন্ধী কালাচান চাকমাকে হুইল চেয়ার প্রদান করায় এলাকাবাসীর সবুজ মারমাকে ধন্যবাদ জানিয়েছেন।